নিজস্ব প্রতিবেদক/
বুধবার রাত ১১ টার দিকে নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ২টি ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিকারক রং, ৭০ কেজি চুন, চার কেজি ডালডা, দুই কেজি হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরীর অপরাধে তুহিন (৩০) ও জিয়াউর রহমান (৪০) নামের ২কারখানা মালিককের দুই লক্ষ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি’র ভ্রাম্যমাণ আদালত। তুহিন উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার মনসুর রহমানরে ছেলেও জিয়াউর একই এলাকার জলিল ব্যাপারীর ছেলে।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পোর কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করে। এসময় ৭৫০ কেজি ভেজালগুড়, দুই লিটার ক্ষতিকারক রং, ৭০ কেজি চুন, চার কেজি ডালডা, দুই কেজি হাইড্রোজ, তিন কেজি ফিটকারিসহ ভেজাল গুড় ব্যবসায়ী তুহিন ও জিয়াউরকে আটক করা হয়। পরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি ভেজাল গুড় তৈরী ও সংরক্ষনের অপরাধে আটককৃত তুহিন (৩০) ও জিয়াউর রহমান (৪০) কে এক লক্ষ টাকা করে দুইজনকে দুই লক্ষ টাকা জরিমানা করেন। জব্দকৃত ভেজাল গুড় ও গুড় তৈরীর সরঞ্জাম ধ্বংস করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।