নিজস্ব প্রতিবেদক/
রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে দুইজন, চাঁপাইনবাবগঞ্জে একজন ও বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৫৮ জন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৮৩ জন এবং সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৪০২ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, জয়পুরহাট ১ জন ও বগুড়ায় ৩২ জন।