নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আয়নাল হোসেন (৪২) নামের এক যুবদল নেতার অর্ধগলিত লাশ
তার নিজ শয়নকক্ষ হতে শনিবার উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নটাবাড়ী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও মাঝগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।এছাড়াও তিনি বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। স্থানীয়রা জানান, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী প্রায় সাত মাস যাবত দুই সন্তান সহ বাবার বাড়িতে থাকে। গত বুধবার সন্ধ্যায় এলাকায় আয়নাল হোসেনকে দেখা যায়। পর থেকে তাকে আর দেখা যায়নি। তবে পঁচা গন্ধ পেয়ে শনিবার সকালে কয়েকজন প্রতিবেশী নিহতের বাড়িতে প্রবেশ করে তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার শয়ন ঘরের দরজা খোলা অবস্থায় ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশে পচন ধরে গন্ধ বের হয়েছিল। তাতে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার।