বনপাড়া পৌরসভাধীন খতিব,ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ১১৪ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা এবং ৩০ টি ঈদগাহ মাঠের সভাপতিকে মাঠ সজ্জিতকরণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। মঙ্গলবার পৌর মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম তাদেরকে ২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা প্রদান করেন।
পৌর নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের সঞ্চালনায় ও বনপাড়া পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বনপাড়া পৌর ইমাম কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসাইন ও সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মান্নান, হাফেজ আতিকুর রহমান, মাওলানা রফিকুল
ইসলাম,হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার