নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ॥  নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।
বিকেলে সিবিএ সভাপতি আশরাফুজ্জামান উজ্জল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিবিএ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু। আনুষ্ঠান সঞ্চালনা করেন ধর্ম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: সেন্টু মিয়া। এসময় মিলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।