নিজস্ব প্রতিবেদক নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরশহরে যানজট নিরশনের লক্ষ্যে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো.
আশরাফুল ইসলাম। গতকাল সোমবার পৌর শহরের প্রাণকেন্দ্রে গোপালপুর রোড, মালিপাড়া রোড ও নাটোর-
পাবনা মহাসড়কের পৌর গেট এলাকায় এবং ফুটপথে গড়ে উঠা অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে পৌর প্রশাসককে সহযোগিতা করেন পৌর বিএনপি’র আহব্বায়ক সহকারী অধ্যাপক এম লুৎফর রহমান, যুগ্ম আহব্বায়ক সরদার রফিকুল ইসলাম, বিএনপি নেতা মো. জামাল উদ্দিন আলী,সঙ্গীয় ফোর্স সহ বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অভিসার সরল মুরমু, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকার সুধীজনেরা।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার