বড়াইগ্রামে ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার সমাপনী দিবসে সোমবার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজেন করা হয়। সিনিয়র শিক্ষক মাও. আব্দুল মজিদের সঞ্চালনায় ও অধ্যক্ষ মাও. মো. মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি
ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুর রউফ। এছাড়া বক্তব্য রাখেন প্রভাষক শরীফুল ইসলাম মিঠু, মাও. আব্দুল মান্নান, শিক্ষার্থী আব্দুল্লাহ ও সাদিয়া ইসলাম তিশা প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার