নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। রবিবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য
রাখেন নাটোর জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মোফাজ্জল হোসাইন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সিরাজুল ইসলাম, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, শিক্ষক শিবদাস স্যান্যাল, বীরমুক্তিযোদ্ধা ফরিদুল ইসলাম,বনপাড়া গুড় ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। সভায় ভেজালমুক্ত গুড় তৈরী, হোটেল-রেস্তোরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পঁচা-বাশী খাবার সংরক্ষণ না করা ইত্যাদি বিষয়ে আলোকপাত করে লিফলেট বিতরণ, মাইকিং, সেমিনারের আয়োজন করণের আলোচনা হয়। এছাড়া আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি প্রয়োগের বিষয়ও আলোচনা হয়।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার