নিজস্ব প্রতিবেদকঃনাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভা চত্বরে গতকাল বুধবার বিকেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বনপাড়া সচেতন যুবসমাজের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক জিয়াউর রহমান জুয়েল ও সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল্লাহ আল আউয়াল মোমিন। সভায় বক্তব্য রাখেন বনপাড়া পৌর বিএনপি’র আহব্বায়ক আলহাজ্ব লুৎফর রহমান, সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, বনপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসাইন, বনপাড়া কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুর রহমান, বিএনপি নেতা আসাদ আলী মোল্লা, আব্দুল কাদের মুনসী প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার