নিজস্ব প্রতিবেদক/
নাটোরের বড়াইগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সড়কের পাশে সারিবদ্ধভাবে ৪০০ তালগাছের চারা রোপন করা হয়েছে। গত শুক্রবার উপজেলার আটুয়া, গুড়ুমশীল এলাকার কাঁচা, পাকা রাস্তার পাশ দিয়ে এই তালগাছের চারা রোপন করা হয়।
এ উপলক্ষে আটুয়া এলাকায় আয়োজিত এক সমাবেশের প্রধান অতিথি হিসেবে এই চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেন নাটোর-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খান, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুস সোবহান প্রাঃ সহ এলাকার সুধীজনেরা।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার