আষাঢ়ে কদম ফুল 

আব্দুস সাত্তার সুমন 
বর্ষায় বইছে মিষ্টি হাওয়া
আষাঢ় মাসের কালে,
সুভাষ ছড়ায় সাদা হলুদ
কদম ফুলের ডালে।
গন্ধ ছড়ায় সকাল বিকাল
বাতাস বহে দিলে,
টুপুর টুপুর বৃষ্টি ঝরে
আমার বাড়ির ঝিলে।
বৃষ্টি ভেজা পাতা যেন
আষাঢ়ে কদম ফুলে,
পাখি রাজের কলরবে
মিলছে দুটি কুলে।
হরেক রকম ফুটন্ত ফুল
আষাঢ় মাসের জাগান,
পাড়ায় পাড়ায় গন্ধ বিলায়
কদম ফুলের বাগান।