ভূমিহীন-গৃহহীনমুক্ত হচ্ছে লালপুর
নিজস্ব প্রতিবেদক/ মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ১৫৫ জন গৃহহীনকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনমুক্ত হচ্ছে নাটোরের লালপুর উপজেলা। আগামি ২২ মার্চ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। এপর্যন্ত মোট ৬২৯ জন ভূমিহীনকে ২শতাংশ করে জমি ও ২ রুম বিশিষ্ট আধাপাকা ঘর নির্মান করে দেওয়া হয়েছে।
সোমবার (২০ মার্চ) এক প্রেসব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান উপজেলা নির্বাহী আফিসার শামিমা সুলতানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।
আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানিকভাবে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।