নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুর উপজেলা ওয়লিয়া ইউনিয়নে ঝড় ও শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টাও আগাম বাঙ্গীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। শুক্রবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার সময় উপজেলা জুড়ে শুরু হয় ঝড়ো হাওয়া সঙ্গে শিলাবৃষ্টি।
প্রায় আধাঘণ্টা ধরে চলা ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির পাশাশাশি বেশকিছু গাছপালাও ভেঙ্গে পড়েছে।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, ‘উপজেলার কিছু কিছু এলাকাতে মাঝরী আকারের শিলাবৃষ্টি হয়েছে। কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করতে মাঠ পর্যায়ে কাজ করছে উপ-সহকারী কর্মকর্তারা ।’