নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুরে প্রতিবছরের ন্যায় এবারও আবহমান গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় পৌষ-পার্বন উপলক্ষে পিঠা উৎসব ও অংশগ্রহণকারীদের অনুপ্রেরনা যোগাতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ‘ওয়ালিয়া তরুণ সমাজ’এর আয়োজনে ও ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে সংগঠনের নারী সদস্য, শিক্ষার্থী ও এলাকার গৃহবধুসহ ২০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। তারা গ্রাম বাংলার ঐতিহয্যমন্ডিত পুলি, ভাপা, বকুল, পাটিসাপটা, পাকান, চিতই, জামাই, রসসহ বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে স্টলে প্রদর্শন করে। প্রতিযোগীরা তাদের তৈরি পিঠা দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করেন। পরে পিঠা উৎসবে অংশগ্রহণ কারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী । পিঠা উৎসবে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে ও ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার, লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওমর আলী, লালপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল করিম, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভাস্কর সরকার, মোস্তফা বাযেজিদ কাদের, সভাপতি আশকুর রহমান টুটুলপ্রমুখ। এসময় সুধিজনেরা উপস্থিত ছিলেন ।