নিজস্ব প্রতিবদক/
নাটোরের লালপুর উপজেলার ইসমাইল হোসেন রাজুর ৩টি পুকুরে দফায় দফায় বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার (১ ডিসেম্বর) উপজেলার মধুবাড়িতে গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল একই গ্রামের আকবর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন সাড়ে চার বিঘা জমিতে ৩টি পুকুরে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল। গত সোমবারে (৩০ নভেম্বর) রাতের আধারে তার দুইটি পুকুরের দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে সকালে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।
আবারো মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতের আধারে তার নতুন আরো একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে লক্ষধিক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।
সরেজমিনে দেখা যায়, পুকুর গুলোতে বড় বড় রই, কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ ভাসছে। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন মৎসচাষী ইসমাইল।
এবিষয়ে আবেগাপ্লুত কণ্ঠে ইসমাইল হোসেন জানান, চাকুরির থেকে অবসর গ্রহণের পর নিয়মিত চাষ করে আসছে। রাতের আধারে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করার ফলে তার পুকুরে সব মাছ মারা যায়। এতে তার দুই লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।