নেংটি ইঁদুর বসে বসেই
ভাবে অনেক ভাবনা,
কুটুস কাটুস কাটে সব
তবুও চোখে কান্না।।
খাবার ঘরে ভাত ঢাকা
ষ্টীলের সেটা হাড়ী,
পাথর বাটিতে তরকারী
মস্ত সেটা ভারী।
ভাড়ার ঘরে আছে চাল
সেটা বড় ড্রামে,
খাবার নাই ফাঁকা বাড়ী
নেংটি ইঁদুর ঘামে।।
সারা রাত্রী কত খাঁটুনী
পেলো না খাবার,
থাবা মারে বিড়াল বেটা
নেংটি করবে আহার।।
রাগে পড়েই নেংটি ইঁদুর
কুটুস কাটুস কাটে,
ব্যাগটা নিয়ে যাবে এখন
বড় বাড়ীর হাটে।।
হাটের মাঝে নেংটি ইঁদুর
মুখ করেছে বাহির,
নেংটি ইঁদুর দেখে লোকে
করেছে শুধু ভীর।।
নেংটির জীবন ত্রাহিত্রাহি
জীবন খানা যায়,
ক্ষুধায় ঠেলায় নেংটি বলে
করি কি এখন হায়।।
সবাই কেমন পেটটা পুরে
থাকে মহা সুখে,
ক্ষুধার জ্বালায় মরি আমি
আছি মহা দুখে।।