আজ ১৮ আগষ্ট।বাকৃবির জন্ম দিন। বাকৃবির সাথে কত মধুর স্মৃতি জড়িত ।সেই স্মৃতির সত্যিই ভোলা যায় না।মনের মনিকোঠায় জ্বলে দ্রুবতারার মতো ।
কত স্মৃতি! কত কথা! আলপনা আঁকে,
বাকৃবি সবুজ টিয়ে নাম ধরে ডাকে।
বনলতাসেন চোখে পাখিদের বাসা,
বুকে বৃষ্টি ঘাস ফুল, শুধু ভালোবাসা।
স্মৃতির উঠান জুড়ে, শিশিরের জল,
ঘাসের গম্বুজ যেন, ঈশা খাঁ হল।
ব্রহ্মপুত্র নদী তীরে, সাদা ঘাস ফুল
ফলভারে নুয়ে পড়ে পাকা বাউ কুল।
শরৎ আকাশে নীল মেঘ ছেড়া ছেড়া,
শত শহীদের নাম স্মৃতিসৌধ ঘেরা।
পাতায় প্রদীপ জ্বলে পূর্ণিমার রাতে,
বাকৃবির ভালোবাসা সবুজের সাথে।
পশু ,পাখি, মাছ, ডিম ,শস্যসাগর,
ফল ফুলে পূর্ণ হোক কৃষকের ঘর।