নিজস্ব প্রতিবেদক/
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম (২১) ও তার বন্ধু সাজিব (২১) চোরাবালিতে আটকে গিয়ে মারা গেছেন। এ ঘটনায় আরও ২ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গাবাঁধ এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
মৃত্যু সিয়াম বগুড়া সদরের উপশহর এলাকার মৃত্যু সেকেন্দার আলীর আলীর ছেলে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিষয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাজিব বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার উত্তরপাড়া গ্রামের মৃত্যু শফিকুর রহমানের ছেলে।
অসুস্থ স্বর্ণা (২০) ও পৃথা (২৫) মৃত্যু সেকেন্দার আলীর আলীর মেয়ে ও মৃত্যু সিয়ামের বোন। তাদেরকে বগুড়া ঠেঙ্গামার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন জানান, শুক্রবার দুপুরে সিয়াম-সাজিবরা এক সাথে ৭ জন গোসল করার জন্য করতোয়া নদীতে যায়। সেখানে গোসল করার এক পর্যায়ে নদীর চোরাবালিতে কয়েকজন আটকে যায়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ২জনের লাশসহ ৪জনকে উদ্ধার করেন।