গীতাঞ্জলীর গন্ধ এখন
সারা ভুবনময়
বাংলা শুধু বাঙালিদের
একার ভাষা নয়।
বাংলাদেশের স্বাধীনতা
লক্ষ প্রাণের দান
তোমার গানে গোলাপ হলো
যুদ্ধে মেশিনগান।
পদ্মা নদীর পানি কোথায়
কোথায় ইলিশ মাছ?
তোমার বলাই বনবাদাড়ে
খুঁজে শিমুল গাছ।
নদীর ভাঙ্গন নিঃস্ব মানুষ
ক্ষুধায় কাটায় দিন
বিশ্ব কবি তোমার উপেন
কেন ভূমিহীন?