নিজস্ব প্রতিবেদক/
নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ করোনামুক্ত হলেন। বুধবার (৫ আগস্ট ২০২০) রাত দশটার দিকে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টাইমলাইনে পোস্ট করা স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি নাটোরের সকল স্তরের জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। জানিয়েছেন, শীঘ্রই কর্মস্থলে যোগদান করবেন।
জেলা প্রশাসকের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো,
‘‘আলহামদুলিল্লাহ! আল্লাহ পাকের অশেষ রহমত এবং সকলের দোয়ায় আমার সর্বশেষ কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ তা’আলার নিকট শুকরিয়া আদায় করছি।
একইসাথে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রিপরিষদ সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম স্যার, তথ্য ও প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়, নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক আব্দুল কুদ্দুস এম পি মহোদয়, নাটোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম শিমুল মহোদয়সহ সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব হেলালুদ্দীন আহমদ স্যার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব শেখ ইউসুফ হারুন স্যার, রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার স্যারসহ সকল সিনিয়র স্যার, সহকর্মী, স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, আমার নিজ এলাকার জনসাধারণসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি যাঁরা সার্বক্ষণিক আমার খোঁজ খবর রেখেছেন ।
তারা আমার রোগমুক্তির জন্য প্রার্থনা করেছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আবারো পূর্ণ উদ্যমে কর্মক্ষেত্রে যোগদান করতে সক্ষম হব। নাটোরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সক্ষম হবো।
আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনায়
মোঃ শাহরিয়াজ পিএএ
জেলা প্রশাসক, নাটোর’’
২৮ জুলাই রাতে সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জেলা প্রশাসক মো: শাহরিয়াজ এর করোনাভাইরাস পজিটিভ এর খবর পাওয়া যায়। করোনা পজিটিভ হওয়ার পরে তিনি হোম আইসোলেশন এ থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তেমন কোন উপসর্গ ছিল না বলে তিনি জানিয়েছিলেন। এরপর তিনি পরীক্ষার জন্য পরপর তিন বার নমুনা জমা দিলে তিন বারই তার নেগেটিভ ফলাফল আসে।