হায় গরম
আকাশ জুড়ে সূয্যের তাপ
গনগনে আগুন,
গুমোট একটা গরম ভাপে
অতিষ্ট জীবন।।
গাছের পাতাও নড়ে না যে
নাই কো কোন হাওয়া,
গরম বায়ুটা বইছে যে শুধু
জীবনের নাই চাওয়া।।
মাঝে মধ্যে যাচ্ছে যে বিদ্যুৎ
ঘোরে না তো পাখা,
লোড সেডিং এ জীবন ত্রাহি
কাপড় যায় না রাখা।।
টপ টপ করে পড়ছে যে ঘাম
কাপড় গুলো ভিজা,
হায়রে গরম কেমন করে তুমি
দিচ্ছ শুধুই সাজা।।
বিছানাটাও লাগছে যে গরম
যায় না তাতে শোয়া,
কষ্টের এটা যে করুন জীবন
কেমন ধোয়া ধোয়া।।
রাত্রীটা যখন হচ্ছে যে গভীর
তবুও গরম ভাপ,
তখনও কেমন কমছে না তো
সকল রকম তাপ।।
তাল পাকানোর গরম এটাই
শুধুই আনে ক্লান্তি,
গরম থেকে কখন রক্ষা পাব
কখন পাব শান্তি।।
আকাশ জুড়ে দেখি না মেঘ
রোদের উঁকি ঝুঁকি,
কেমন করে ঐ বৃষ্টি মহাশয়
দিয়ে গেছে ফাঁকি।।
চারিদিকে শুধু গরম বাতাস
গরমের জয়জয়াকার,
উদাস নয়নে পরাজিত মানুষ
গরমের কাছে হার।।