পদ্মাপ্রবাহ ডেস্ক : বাংলাদেশ রেলওয়েতে ১৫ হাজার জনবল নিয়োগ দেবে। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিয়োগের অনুমোদন দিয়েছেন। রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল পাঠানো হয়েছিল। এরইমধ্যে তিনি এই জনবল নিয়োগের অনুমোদন দিয়েছেন।
তিনি আরো বলেন, ১৫ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এখন নিয়োগবিধি চূড়ান্ত করা হচ্ছে। আশা করি ৩০ দিনের ভেতর চূড়ান্ত হয়ে যাবে। মাহবুব কবীর জানান, এই নিয়োগবিধি চূড়ান্ত হওয়ার পর গেজেট হবে। গেজেট হওয়া মাত্রই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে।