আন্তর্জাতিক ডেস্ক/
সৌদি আরবের মক্কায় পবিত্র হজে নিরাপত্তা রক্ষায় প্রথমবারের মতো দেশটির নারী পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। গত বছর দেশটির সরকার পুরুষদের মতো দেশটির সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীতে নারীদের নিয়োগ এবং মুসলিমদের পবিত্র উৎসব হজের নিরাপত্তায় নারীরা নিয়োজিত হতে পারবেন বলে জানানো হয়।
দেশটির পুলিশ সার্ভিস ট্রেইনিং থেকে প্রথম ব্যাচে যেসব নারী গ্রাজুয়েট নিয়োগ পেয়েছেন তাদের একজন আফনান আবু হুসেইন। সৌদি টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি আমাদের গর্ব এবং আনন্দের উৎস। অন্যান্য সময়ের তুলনায় হজ আমাদের জন্য খুবই ব্যস্ত একটি মৌসুম। সূত্র: আরব নিউজ।