কুষ্টিয়া সাংবাদিক জগতের দিকপাল, প্রবীন সাংবাদিক, সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক আলহাজ ওয়ালিউল বারী চৌধুরী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
২৫ জুলাই শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
কুষ্টিয়া সাংবাদিক জগতের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি মুক্তিযুদ্ধকালীন দেশের মুক্তাঞ্চল থেকে প্রথম প্রকাশিত পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ইস্পাত’ পত্রিকা ও স্বাধীনতা পূর্ব সাপ্তাহিক ‘মশাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।
তাঁর সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে স্বাধীন বাংলা নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা বের করা হয়। যেখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করতে নানা প্রেরণাদায়ক খবরাখবর ছাপানো হতো।
এর আগে তিনি ১৯৬৪ সালের দিকে সাপ্তাহিক মশাল নামের আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।
তাঁর মৃত্যুতে কুষ্টিয়া তথা দেশবাসী একজন দেশের গর্বিত সন্তানকে হারালো ।