নিজস্ব প্রতিবেদকঃ নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এর সাথে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। সেখানে দপ্তরের উন্নয়ন
কর্মকান্ডের বিষয় আলোকপাত করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা
কর্মকর্তা মো. রেজাউল করিম, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ।
সভার আগে তিনি বড়াইগ্রাম থানা কার্যালয়, জোয়াড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়, রামাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামাগাড়ী উচ্চবিদ্যালয়,বাহিমালী আশ্রায়ন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন। এছাড়া উপজেলা পরিষদ চত্বরের উন্নয় প্রকল্প উদ্বোধন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ,
কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ স্প্রে মেশিন বিতরণ করেন।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার