আব্দুলপুরে ভুট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক॥ নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে রবিবার (২০ এপ্রিল) সকালে মাজেদুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মাজেদুল আব্দুলপুর গ্রামের ইয়ার আলী আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাজেদুলের বাড়ির পেছনের মাঠে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ীতে খবর দেয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের পাশে থেকে একটি খালি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মাজেদুল এলাকায় কবিরাজি করতো। জুয়া খেলার অভ্যাস ছিল তার। জুয়া খেলতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে সে ঋণ করে। পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় থানায় ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।