নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ইসরায়েলবিরোধী মিছিল নিয়ে তর্ক-বিতর্কের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গত
শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ বাজারে দফায় দফায় এ সংঘর্ষ ঘটে।সংঘর্ষে আহত হয়েছেন উপজেলার কামারদহ গ্রামের মোতালেব হোসেন, জাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম সহ ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলেন, শুক্রবার বিকেলে কামারদহ বাজারে ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে
ইসরায়েল বিরোধী মিছিলের আয়োজন করেন বিএনপির কর্মী মাসুদ রানা সহ তার সাথীরা। মিছিল শেষে মাসুদ রানার সমর্থকদের সাথে কামারদহ গ্রামের বিএনপি কর্মী আলীফের সমর্থক লিটন মিয়ার তর্ক-বিতর্ক হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বড়াইগ্রাম থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকায় পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার