গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে লালপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক ॥ গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রবিবার বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। লালপুর-বনপাড়া ও ঈশ্বরদী-বাঘা সড়ক প্রদক্ষিণ করে লালপুর সদরে ত্রিমোহনী চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. নূরুল ইসলাম, লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ, নর্থ বেঙ্গল সুগার মিলস্ জামে মসজিদের পেশ ইমাম মুক্তার হোসেন, মডেল মসজিদের পেশ ইমাম সাজ্জাদ হোসেন সাদ্দাম, নাটোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ্ প্রমুখ।