নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৬তম একাডেমিক কাউন্সিল সভা গত বৃহস্পতিবার সিন্ডিকেট কক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মূল সনদপত্র প্রদানের প্রক্রিয়া অনুমোদন, সাময়িক সনদপত্র সংশোধন, সামার-২০২৪
সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেট এর অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব:), কাদিরাবাদ সেনানিবাসের
ডেপুটি কমান্ড্যান্ট, কর্ণেল মোঃ সোহেল আহমেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জিএসও-২ (শিক্ষা) মেজর আ স ম একরামুল হক, রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড.মোঃ রবিউল ইসলাম সরকার, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, সদস্যসচিব রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্ণেল কে এফ এ সোহেল (অব:) এবং অন্যান্য
সদস্যবৃন্দ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার