বড়াইগ্রামে তিন হাজার চাষীর মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তিন হাজার চাষীর মাঝে বিনা মূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার
লায়লা জান্নাতুল ফেরদৌস। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উক্ত কাযক্রমের উদ্বোধনকালে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সস্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত প্রত্যেক চাষীকে এক বিঘা পাট চাষের জন্য এক কেজি পাট বীজ, ছয় কেজি ইউরিয়া, তিন কেজি পটাশ ও তিন কেজি টিএসপি সার প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নাটোর জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মহিউদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা বন কর্মকর্তা নসরত জামান মৃধা, উপজেলা পাট উন্নয়ন কমকর্তা মোমিনুর রহমান ও
সুবিধাভোগী কৃষকগণ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার