প্যালেস্টাইনে গণহত্যা বন্ধের দাবীতে বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃনাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে গাজা ও প্যালেস্টাইনে মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ওগণহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে বনপাড়া পৌরশহরে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ শেষে বনপাড়া পৌরগেটের সামনে এক পথসভায় মিলিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমান ও সঞ্চালনা করেন বনপাড়া পৌর আমির জিয়াউর রহমান জুয়েল।

সেখানে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন খান, নাটোর জেলা
জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মো. আব্দুল হাকিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির
অধ্যাপক আবুল হোসেন প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার