রাজশাহী বাঘা উপজেলার সবচেয়ে বড় অনলাইন কমিউনিটি “আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ যা “উৎসবে-দুর্যোগে, নিঃশ্বাসে-বিশ্বাসে আমাদের বাঘা আপনার পাশে” এই স্লোগানকে ধারণ করে সব সময় সাধারণ মানুষের সাথে কাজ করে থাকে। তাদের আছে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা একজন করে বিশেষ প্রতিনিধি ।
তারি ধারাবাহিকতায় বিগত বছর গুলোর ন্যায় এই বছরেও “আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ কর্তৃক গৃহীত ঈদ ফুড প্যাক বিতরণ কর্মসূচি সম্পূর্ণ করে।
গ্রুপের সম্মানিত সকল শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় এবং গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বাঘা উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার অসহায় দুঃস্থ কিছু পরিবারের হাতে ঈদ ফুড প্যাক পৌঁছে দেওয়া হয়।
এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পাকুড়িয়া ইউনিয়ন এর কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে কিছু সুবিধাবঞ্চিত মানুষের হাতে ফুড প্যাক তুলে দেওয়ার পর তাদের ইউনিয়ন প্রতিনিধিরা নিজ নিজ ইউনিয়নের বাছাইকৃত অসহায় মানুষদের হাতে হাতে পৌঁছে দিয়েছেন।
পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের একজন বয়স্ক বিধবার হাতে ফুডপ্যাক পৌছে দেওয়ার সময় তিনি বলেন, “ঈদের পূর্ব মুহূর্তে ঈদের দিনের প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে আমাদের ঈদের আনন্দ অনেকগুণ বেড়ে যায়, সংস্লিষ্ট সকলের প্রতি উনি দোয়া এবং কৃতজ্ঞতা জানিয়েছেন”
গ্রুপের সিনিয়র এডমিন সুমন কুমার কর্মকার, মিঠুন কুমার, এস আর সাকিব রহমান, মীর রাসেল এবং তুষার আহমেদ উপদেষ্টা মন্ডলী এবং গ্রুপের পরিচালনা পর্ষদের সাথে সমন্বয়ের মাধ্যমে সার্বিক কর্মসূচির মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।
“আমাদের বাঘা” ফেসবুক গ্রুপটি ঈদ ফুড প্যাক ছাড়াও শীতে কম্বল বিতরণ, ফ্রী মেডিকেল ক্যাম্প সহ অত্র উপজেলায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ।
পরে বাঘা “আমাদের বাঘা” উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন এর কিশোরপুর কামার পাড়া গ্রামের দিনমজুর মাহাবুল এর ষষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মেহেরুনের ব্রেন টিউমারে আক্রান্ত হওয়াই আমাদের বাঘা ফেসবুক কমিউনিটি পরিবারের শুভাকাঙ্ক্ষীরা তার চিকিৎসার জন্য তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
মোস্তাফিজুর রহমান, পদ্মা প্রবাহ।