বাউসা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইউনিয়ন ছাত্রদল নেতা আমির হামজা মধু’র তত্ত্বাবধানে তেঁতুলিয়া হাই স্কুল মাঠে ২৯ মার্চ শনিবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং জুলাই আগস্ট গণঅভ্যুরথানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তেঁতুলিয়া বাজার এলাকাসহ পথচারিদের মাঝে ইফতার বিতরণ করে দোয়া মাহফিল করা হয়।

ইফতার মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব এস.এম সালাহউদ্দিন আহম্মেদ শামীম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সেলিম রেজা আহ্বায়ক বাঘা উপজেলা ছাত্রদল ও সদস্য সচিব মোঃ পলাশ সরকার, আমির হামজা মধু সভাপতি বাউসা ইউনিয়ন ছাত্রদল, মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক, বাউসা ইউনিয়ন ছাত্রদল, মোঃ সাইদুল ইসলাম সিনিয়র সহ সভাপতি, মোঃ রানা আহমেদ শিক্ষা, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাউসা ইউনিয়ন ছাত্র দলসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিত্ব, এবং এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ।

এস.এম সালাহউদ্দিন আহম্মেদ শামীম সরকার বলেন, “রমজান মাস মানবতার মাস, এই মাসে সবাই মিলে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।” ধন্যবাদ জানায় বাউসা ইউনিয়ন ছাত্রদলকে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী এলাকাবাসী এবং ছাত্রদলের সদস্যরা এই ধরনের উদ্যোগে একত্রিত হয়ে এত ‍সুন্দর কাজ সম্পূর্ণ করতে সহযোগীতা করার জন্য সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এমন আরও কর্মসূচি আয়োজনের আশা প্রকাশ করেন বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু।