রাজশাহীর বাঘায় ছাত্রশিবির বাঘা দক্ষিণ থানা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

রাজশাহীর বাঘায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা দক্ষিণ থানা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার বাঘা ফাজিল মাদ্রাসা মাঠে সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় বাঘা উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি জনাব রুবেল আলী । দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা পৌরসভার সাবেক আমির ও বাঘা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতি সবুজ মাহমুদ,রাজশাহী জেলা পূর্বের বায়তুলমান সম্পাদক রায়হানুল হক, সাহিত্য সম্পাদক ফায়সাল আহমেদ,প্রকাশনা সম্পাদক আব্দুল মোমিন, দাওয়াহ সম্পাদক মোখলেছুর রহমান, বাঘা উপজেলা শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসাইন,হাফেজ রাশেদুল ইসলাম, বাঘা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাঘা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি আইয়ুব আলী, হাফেজ মাহাবুল ইসলাম,জাহিদুল ইসলাম সহ আরও অনেকে । এসময় বাঘা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাঘা পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি আইয়ুব আলী বলেন, সর্বশেষ ২০১১ সালে ছাত্র-শিবিরের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কিন্তু পুলিশের বাধার কারনে সেটি ঘরয়া ভাবে করতে বাধ্য হয়েছিলাম।

-রাজশাহী সংবাদদাতা