কেন্দ্রীয় সংগ্রামী দলের নেতা আরিফুল ইসলাম বিলাত এর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত এর আয়োজনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার অপেক্ষায় তারেক রহমানের পক্ষ থেকে শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার আড়ানী ইউনিয়নে তার নিজ বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে আরিফুল ইসলাম বিলাত প্রতিবেদকে জানান, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর এই মুহূর্তে বাংলাদেশে আমাদের খুবই প্রায়োজন। জাতীয়তবাদী দল বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল। সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করবেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর এবারই দেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা গোষ্টি বিএনপিকে ভাঙার চেষ্টা করতে পারে। তবে তাদের সেই আশা কখনো পূর্ণ হতে দেবে না বিএনপি। বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আমরা সেই সংস্কার করবো, যে সংস্কার মানুষের কল্যাণ বয়ে আনবে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম মাষ্টার, আহবায়ক জাহিদ হোসেন মাষ্টার, সোহেল রানা, মানকি কমিশনার, রাজশাহী জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক সাংবাদিক ডাক্তার ফজলুর রহমান মুক্তা, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাঙ্গা, ডাক্তার জয়নাল আবেদীন, নজীম উদ্দিন, বাঘা উপজেলা সংগ্রামী দলের সাধারণ সম্পাদক তুহিন উদ্দিন, দপ্তর সম্পাদক ফারুক ইসলাম, প্রচার সম্পাদক অনিক আহম্মেদ, তারেক হোসেন, ছাত্রনেতা ফায়সাল হোসেন, স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ও মোস্তাফিজুর রহমান প্রমূখ।
এবং এলাকার প্রায় দুইশত জন মহিলা এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।