নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুবেল হোসেন (২৫) নামের এক জন নিহত ও শাকুর আলী (২৭) নামের অপর জন আহত হয়েছেন। বুধবার উপজেলার বনপাড়া-লালপুর রোডের চন্ডিপুর এলাকায় গরু বোঝাই নছিমন গাড়ী ও পণ্যবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহত হয়।স্থানীয়রা জানান, নিহত রুবেল লালপুর উপজেলাধীন হাগড়াগাড়ী গ্রামের আবু বক্করের ছেলে এবং আহত শাকুর আলী একই গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে।
শাকুর আলী বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত গরুবাহী ট্রাক ও পণ্যবাহী ভুটভুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার