নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এলপি গ্যাস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌরশহরে
মেসার্স এমকে ট্রেডার্সের প্রোপাইটার পরেশ কুমার সাহাকে এ অর্থ দন্ড প্রদান করেন নাটোর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ। সেখানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা
অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
স্থানীয়রা জানান, বনপাড়া পৌরশহরের মুরগী হাটায় পরেশ কুমার সাহার এলপি গ্যাস সংরক্ষণের গুদাম ঘরে পুলিশ ফোর্স সহ অভিযান পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। গুদাম ঘরটিতে বিধি বহির্ভূত ধারণ ক্ষমতার অতিরিক্ত এলপি গ্যাস
সিলিন্ডার সংরক্ষণ সহ কয়েকটি অনিয়মের কারণে পরেশ কুমার সাহাকে অর্থ দন্ড প্রদান করেন কর্তৃপক্ষ। এ অর্থ ভ্রাম্যমান আদালতেই আদায় করা হয়।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার