নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে
বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার মাদ্রাসার কনফারেন্স রুমে এই
ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে দোয়া মাহফিল পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা হেদায়েত উল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম,সিরাজুল ইসলাম কোরবান, মীর মো. মহিউদ্দিন, বিএনপি নেতা আব্দুল আলিম, এবিএম ইকবাল রাজু, আসাদুজ্জামান আসাদ, আব্দুস সালাম মোল্লা সহ রাজনৈতিক নেতা-কর্মী, দাতা সদস্য প্রভাষক শরিফুল ইসলাম মিঠু , শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীমন্ডলী।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার