বড়াইগ্রামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহষ্পতিবার বার্ষিক ক্রীড়া
প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.
আলফুর রহমানের সঞ্চালনায় ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শওকত আলম রতনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে
বক্তৃতা করেন, বড়াইগ্রাম উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. কোরবান আলী, সমাজ সেবক মো. ইমামুল হক,
মো. রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শামীমা আক্তার, সহকারী শিক্ষক চন্দন কুমার পাল
প্রমুখ। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকমন্ডলী ও এলাকার সুধীজনেরা সেখানে উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার