বড়াইগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মোমিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার