বড়াইগ্রামে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে প্রতিবেশীর হামলায় নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় বরের চাচা কামাল হোসেন ব্যাপারী (৩৫) নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন উক্ত গ্রামের মৃত ইসমাইল হোসেন ব্যাপারীর
ছেলে। তিনি পেশায় একজন কৃষক।স্থানীয়রা জানান, শনিবার দুপুরে নিহতের ভাই জালাল হোসেন ব্যাপারীর ছেলে সুমনের পাশের গোধড়া গ্রামের নজিরউদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে হয়। সেখান থেকে সন্ধ্যায় নববধূসহ বরযাত্রীরা বরের বাড়িতে ফিরে আসে। তারপর রাত সাড়ে দশটার দিকে তরুণরা সাউন্ডবক্সে গান বাজানো শুরু করে। এ নিয়ে রাত ১১টার দিকে প্রতিবেশী মৃত আকু ব্যাপারীর তিন ছেলে সামসুল ব্যাপারী (৪২), শাজাহান ব্যাপারী (৫০), শাহাদাত ব্যাপারী (৫৫) ও তাদের সাথীরা বিয়েবাড়িতে গিয়ে গান বন্ধ করতে বলে। এ নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষগণ কামাল
ব্যাপারী সহ উপস্থিত বরের পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এ হামলায় কামাল ব্যাপারী মাটিতে লুটে পড়লে, তার স্বজনেরা তাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি। এ
ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার