বড়াইগ্রামে ছয়দিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছয়দিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। গত শুক্রবার উপজেলার রাজাপুর হাই স্কুল মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধন কালে তিনি বলেন, ‘বাংলা ভাষা চর্চা করতে হবে এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’ মেলার উদ্বোধন শেষে তিনি বই মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাহমুদুল হাসান বিপ্লব ও সভাপতিত্ব করেন বইমেলা আয়োজক কমিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন মন্ডল।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার