নিজস্ব প্রতিবেদক/ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের দেশে আলেম ওলামাদের নিচু চোখে দেখা হয়। তাদেরকে সম্মান দেওয়া হয়না। তাদেরকে সম্মান করতে হবে। আপনারা জেনে খুশি হবেন, আমরা ধর্মমন্ত্রনালয়ে নতুন করে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ তৈরী করছি। ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক নিরাপত্তার জন্য সম্মান জনক বেতন নির্ধারণ করা হবে। সরকারি, আধা সরকারি, শায়িত্বসাশিত মসজিদ গুলোর ইমাম-মুয়াজ্জিনরা যেন সরকারী স্কেল আনুযায়ী বেতন ও বোনাস পান সে ব্যবস্থা করা হবে। আর ব্যক্তিগত ও বে-সরকারীভাবে যেসব মসজিদ রয়েছে সেখানে নিয়োগকৃত ইমাম মুয়াজ্জিনরা যেন মসজিদ গুলোর আর্থিক সামর্থ অনুযায়ি সম্মানজনক বেতন-বোনাস পান সে ব্যবস্থা দেখভালের জন্য ইউএনওদের দায়িত্ব দেওয়া হবে।
তিনি আরো বলেন, উপকুলীয় এলাকায় ১৬টি ৪তলা মসজিদ করা হবে। দুর্যোগকালীন সময়ে মসজিদগুলো সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহার করা যাবে।
ধর্ম উপদেষ্টা বলেন,রমজান মাস আসছে আমরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হব। এলাকা ভিত্তিক মেশিন দিয়ে বিদ্যুৎ ব্যবহার পরিমাপ করা হবে। যদি দেখা যায় কোন নিদৃষ্ট সময়ে কোন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তবে ওই এলাকায় লোডশেডিং হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন ও পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন প্রমুখ।