বাঘায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘায় প্রতিবারের নায় সারিতে দাঁড়িয়ে উপজেলার কেন্দ্রীয় ও বিভিন্ন পৌরসভা ইউনিয়নের শহীদ মিনারে গভীর ভালোবাসা আর ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞলী অর্পণ ও সম্মান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদ এর চেতনায় বাঘা চারঘাট এলাকার গৌরব নক্ষত্র, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব আরিফুল ইসলাম বিলাত। আড়ানী পৌরসভা ও আড়ানী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের সঙ্গে রাত ১২টা ১ মিনিটে মায়ের ভাষা বাংলা বর্ণমালার দাবিতে নির্মম ভাবে নিহত বীর সৈনিকদের অবদানের দিন গুলোকে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতি চারণ করে ১মিনিট নীরবতা পালন করেন।
বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম বিলাত বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে সালাম, বরকত, রফিক,জব্বার ও শফিক-সহ নাম না জানা লাখ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা।
পরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ঐতিহাসিক মহান একুশের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন ইউনেস্কো। এরপর ২০০০ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ-সহ আর্ন্তজাতিক পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে এ দিনটি। তাই আবারো সকল ভাষা শহীদের জানাই বিনম্র শ্রদ্ধাজ্ঞলী।