নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বার্ষিক ক্রীড়া
প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। লোকমান হোসেনের সঞ্চালনায় ও উপজেলা প্রাথমিক
শিক্ষা অফিসার এস.এম মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. আব্দুুল আজিজ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহব্বায়ক আব্দুস সালাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গুরুদাসপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদাক মো.উমর আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, বড়াইগ্রাম উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো.কোরবান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলফুর রহমান প্রামানিক, আবুল কাশেম প্রামানিক,প্রধান শিক্ষক (ভার.) মো.আব্দুল করিম প্রমুখ। সেখানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকমন্ডলী ও এলাকার সুধীজনেরা।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার