নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক,পিকআপ ও চিটাগুড়বাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চালক নাহিদ হোসেন (৩০) নিহত হয়েছে। তার বাড়ি নওগাঁ জেলার রেজ্জাকপুর। স্থানীয়রা জানান, সোমবার নাটোর- পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি পিকআপ। এসময় অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হয় পিকআপ চালক নাহিদ হোসেন। খবর পেয়ে বনপাড়া ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনা স্থানে পৌছে দরজা কেটে পিকআপ চালকের লাশ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করে। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, নাহিদ হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন আছে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার