নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে জহুরুল ইসলাম বাবলু ও রেজাউল করিম দুই
ভাইয়ের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা যায়, আগ্রান গ্রামের ইব্রাহিম সরকারের ছেলে জহুরুল ইসলাম বাবলু মুদি ব্যবসায়ী এবং তার ভাই রেজাউল করিম পুকুর ব্যবসায়ী একই বাড়িতে বাস করেন।
প্রথমে ডাকাতরা বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে ডাকাতরা নীচতলায় বাবলুর দরজায় নক করলে তিনি দরজা খুলে দেন। তিনি মনে করেছিলেন যে নিজেদের কেহ ডাকছে। তারা বাড়িতে প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদেরকে দিয়েই উপর তলায় থাকা রেজাউল করিমকে
ডেকে দরজা খুলে। তারপর বাড়ির সবাইকে দড়ি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং তাদের দুই পরিবারের আলমিরা ভেঙ্গে গরু বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকা,৬ ভরি স্বর্ণসহ ডাকাতেরা নিয়ে চলে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার