বড়াইগ্রাম ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরে বড়াইগ্রাম ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হলেন মো.জামাল উদ্দিন আলী।এছাড়া বিনা প্রতিদ্বদ্বীতায় অন্যান্যের মধ্যে নির্বাচিত হলেন কমিটির সহ-
সভাপতি পদে মো. হাসানুজ্জামান, সদস্য পদে মো. ইসমাইল হোসেন ফকির, মো.আব্দুল হান্নান, মো. আব্দুল আওয়াল মন্ডল ও মো. আকতার হোসেন।নির্বাচনী তফশীল অনুযায়ী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বুধবার পল্লী উন্নয়ন অডিটরিয়ামে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।তিনি জানান, গত ২ জানুয়ারী তারিখে এ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৩ জানুয়ারী ও নির্বাচনের
দিন ধার্য ছিল ৫ ফেব্রুয়ারী। এ নির্বাচিত কমিটির মেয়াদ ৩ বছর।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার