নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অগ্নিকান্ডে কফিল উদ্দিন নামের এক কৃষকের বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে।উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ান গাছা কফিল উদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত
হয় এবং দ্রুত সারা বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। এতে আধাপাকা বাড়ির টিনসেডের ৬টি শয়ন কক্ষ ও রান্না ঘর
পুড়ে ছাই হয়েছে নিমিষে। অন্ধকার ও ধুয়ায় শয়ন ঘর থেকে দ্রুত বের হয় বাড়ির সদস্যরা। তাদের চিৎকারে
প্রতিবেশীরা এগিয়ে এলেও অগ্নিকান্ডের তাপদাহে ঘরে থাকা আসবাবপত্র,কাপড়, ফ্রিজ, কম্পিউটার, ধান, চাল
কিছুই বের করতে পারেনি কেউই। এতে আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানানো হয় এ
প্রতিনিধিকে। বনপাড়া ফায়ার স্টেশন অফিসার আকরামুল হাসান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটানাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা যাবত প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সরল মূর্মু
জানান, খবর পেয়ে আমরা সেখানে বিশৃঙ্খলা এড়ানো ও ফায়ার ফাইটারদের সহযোগিতা করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে
আনার লক্ষে ঘটনাস্থল পরিদর্শন করি।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার