নিজস্ব প্রতিবেদক /
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া-কদিমচিলান সড়কের সেকচিলান এলাকায় একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের সমুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার ধলা হিন্দু পাড়া গ্রামের শিবেন মজুমদারের এর ছেলে শ্রাবণ মজুমদার (১৮), একই গ্রামের রতন মজুমদারের ছেলে স্বপন মজুমদার (১৯) ও নাটোরের সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা এলাকার বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮) ।
স্থানীয়রা জানান, একটি ট্রাক ওয়ালিয়া থেকে কদিমচিলান যাওয়ার সময় সেকচিলান গ্রামে বিপরিত দিক থেকে আসা একটি পালসার মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কালাগে। এতে মোটর সাইকেল চালক শ্রাবণ মজুমদার ও বিধান সরকার এর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত স্বপন নামের আর একজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক চালক পালিয়েছে।